কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে (১৩ সেপ্টেম্বর) কথিত ‘বন্দুকযুদ্ধে’ সুজন মালিথা (৩০) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত সুজন সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে। তাকে শীর্ষ মাদক ব্যবসায়ী দাবি করে পুলিশ জানায়, সুজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের ভাষ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলছে এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
ওসির দাবি, পুলিশ ও দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে প্রায় আধাঘন্টা ধরে চলা ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধের’ এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের সহায়তায় জানা যায় নিহত যুবক শীর্ষ মাদক ব্যবসায়ী সুজন মালিথা।