কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউপিতে ফেসবুকে ইসলাম সম্পর্কে কথিত কটুক্তির অভিযোগে পরিতোষ কুমার সরকার নামে এক যুবককে  গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

 

 

১৮ এপ্রিল শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্থানীয়রা আটক করে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার যুবক উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা এবং লালমনিরহাট জেলার এক কলেজের ছাত্র।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবির জানান, অন্য এক ফেইসবুক আইডি থেকে গত ২০ মার্চ একটি ভিডিও বার্তা আপলোড করা হয়।

“যেখানে বাংলাদেশের সব হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের হুঁশিয়ার করে বলা হয়, ‘ইসলাম ধর্ম  সম্পর্কে কেউ কটূক্তি করলে তার ও তার পরিবারের সবার প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হবে।’

ওই ভিডিও বার্তায় অনেকে পক্ষে-বিপক্ষে কমেন্ট করেন জানিয়ে তিনি বলেন, যার ভেতর ‘এই গ্রেপ্তার যুবকের একটি কমেন্ট রয়েছে।’

তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হওয়ায় কালিগঞ্জ বাজারে ওই যুবককে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেন। খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারের পর এলাকার পরিবেশ শান্ত হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিডি নিউজ

মন্তব্য করুন