নগরীর শ্রী শ্রী শীতলা বাড়িতে সন্ত্রাসীদের পূজা-অর্চনায় বিঘ্ন সৃষ্টি, নাট মন্দিরের টিন খুলে নিয়ে যাওয়া ও বিগ্রহ ভাংচুরের ঘটনার প্রতিবাদ এবং এলাকার সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টায় মন্দির প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। তপন কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক গোপী কিষান মুন্দ্রা, শীতলা বাড়ি কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক সুজিত সাহা, মহেন্দ্র নাথ সেন, অরুণ কুমার দাস ভানু প্রমুখ। সভায় সহকারী পুলিশ কমিশনার (সদর) মোঃ মিজানুর রহমানও বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মন্দির এলাকায় সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি এবং এলাকার সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

দৈনিক জনকণ্ঠ, ৯ মে ২০০২

মন্তব্য করুন