গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র দু’জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সদস্যরা।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মো. হালিউজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক দু’জন হলেন- পলাশবাড়ীর মেরিরহাট এলাকার মৃত ওসমান গণি মণ্ডলের ছেলে আবদুল আলীম মণ্ডল (৪২) ও একই এলাকার খাজা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৮)।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ীর মেরিরহাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র দু’জন সক্রিয় সদস্য আবদুল আলীম মণ্ডল ও শফিকুল ইসলামকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে কিছু উগ্রবাদী লিফলেট ও জিহাদি বই জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবদুল আল্লাহর দলের কুড়িগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক ও শফিকুল একই সংগঠনের পলাশবাড়ী অঞ্চলের দায়িত্বে ছিলেন বলে স্বীকার করেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আটক দু’জনের নামে র্যাব বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে আদালতের মাধ্যমে আটকদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।