বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠী গ্রামে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) রাতে নিতাই দাসের বাড়ির কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার দুপুরে নিতাই দাস বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ছবিঃ ইত্তেফাক

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সাকোকাঠী গ্রামের নিতাই দাস তার বাড়ির পশ্চিম পাশে পারিবারিক কালী মন্দিরে দীর্ঘদিন থেকে পূজার্চনা করে আসছেন। ঘটনার দিন শুক্রবার (২ আগস্ট) তিনি রাত এগারটার দিকে মন্দিরের বাতি নিভিয়ে ঘুমাতে যান।

শুক্রবার সকালে তার স্ত্রী মন্দিরে গেলে প্রতিমার পরানো শাড়ি, শাখা ও ফুলের মালা এলোমেলো অবস্থায় মন্দিরের মধ্যে পরে থাকতে দেখেন। পরে সাকোকাঠী খালে ভাংচুর করা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয়দের ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় খাল থেকে ভাংচুর করা প্রতিমা উদ্ধার করে।

ইত্তেফাক

মন্তব্য করুন