চট্টগ্রামের লোহাগাড়ায় গীতা পাঠের আসর থেকে ফেরার পথে প্রতিবন্ধী এক নারীকে (৩০) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিপ্লব দাশ টিশু ও বিশ্বজিৎ দাশ বিসু নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

২৫ মে মঙ্গলবার বিকালে প্রতিবন্ধী নারীর পিতা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের দুই ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দুপাড়ার পাশের বাড়ি থেকে গীতা পাঠের আসরে যান ওই নারী। আসর শেষে বাড়ি ফেরার পথে টিশু ও বিসু তাকে মুখ চেপে ধরে পাশের নির্জন খড়ের গাদায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

যুগান্তর

মন্তব্য করুন