চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় সাত বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক রবি হোসেনকে আটক করেছে।
উপজেলার পদুয়া ইউনিয়নের নিজতালুক গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস’ সেন্টারে রেফার করে।
অভিযুক্ত রবি হোসেন স্থানীয় মোক্তার হোসেনের ছেলে। মোক্তার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন মাহমুদ জানিয়েছেন, ১৫ মার্চ রবিবার রাতে অভিযুক্ত রবি হোসেনকে গ্রেফতার করা হয়েছে।