চাঁদা না দেওয়ার অপরাধে ছাত্রদলের সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে হামলা চালিয়ে একটি বিবাহ অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রেলওয়ে যান্ত্রিক বিভাগের কর্মচারী গোপাল চন্দ্র দাসের ছেলে সবপন কুমার দাসের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় ছাত্রদলের সন্ত্রাসী, বিভিন্ন মামলার আসামি পিন্টু তার দলবল নিয়ে অস্ত্রসহ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়। প্রথমেই তারা তাদের দাওয়াত না দেওয়ায় অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং তাদেরকে এই মুহূর্তে খাবার পরিবেশন করার জন্য চাপ দেয়। সন্ত্রাসীদের প্রস্তাবে রাজি হয়ে গোপালের পরিবার খাবার পরিবেশনের জন্য সময় চেয়ে নেয়, কিন্তু পিন্টু বাহিনীর লোকজন খাবারের পরিবর্তে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এতো বড়ো অঙ্কের টাকা দিতে অক্ষমতা প্রকাশ করায় তারা ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের অতিথিদের তাড়িয়ে দেয় এবং খাদ্য সামগ্রীর হাড়িতে মাটি ও ছাই ঢেলে দেয়। পরে তারা বোমা ফাটিয়ে বিয়ের আসর ছত্রভঙ্গ করে দেয় এবং বিয়ের উপহার সামগ্রী নিয়ে চলে যায়। যাওয়ার আগে থানায় মামলা করলে তাদের ব্রাশফায়ার করে মেরে ফেলার হুমকি দেয় এবং ১৫ দিনের মধ্যে ভারত চলে যাওয়ার নির্দেশ দেয়। খবর পেয়ে খুলশী থানা পুলিশ সেখানে পৌঁছায়। তাদের উপস্থিতিতে অতিথিবিহীন বিয়ের আসরে কোনোরকমে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। খুলশীর আমবাগান রেল কলোনির ৮নং বিল্ডিং বাসিন্দা গোপালচন্দ্র দাস এ ব্যাপারে থানায় মামলা করতে ভয় পাচ্ছেন।

ভোরের কাগজ, ৭ মার্চ ২০০২

মন্তব্য করুন