চট্টগ্রামের বাকলিয়ায় বুবলি আক্তার নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। ১২ মে রবিবার ভোরে উপজেলার বজ্রঘোনার কাছাকাছি কল্পলোক আবাসিক এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টায় ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয় বুবলি আক্তারকে। রাতে মামলা দায়েরের পর আসামি ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে কর্ণফুলী পাড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে আসামিরা। পুলিশও পাল্টা জবাব দেয়। দু’পক্ষের মাঝে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে নিহত হয় প্রধান আসামি শাহ আলম।গুলিবদ্ধি অবস্থায় আরও দু’জনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ নিশ্চিত করে জানান, বুবলি আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শাহ আলম বজ্রঘোনার কল্পলোক আবাসিক এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনসহ চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইত্তেফাক

মন্তব্য করুন