চাঁদার দাবিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর খ্রিস্টানপল্লীতে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে। গত বৃহুপতিবার এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের সন্ত্রাসী সাইফুলের নেতৃত্বে নজরুল, সাঈদ, মাহমুদ, নওশাদ, সুমন, বিশাসহ একদল মাস্তান খ্রিস্টানপল্লীর সভাপতি অশোক কোড়াইয়ার কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। অশোক তা দিতে অসবীকার করলে সন্ত্রাসীরা তাকে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে এনে মারপিট করে। তখন হেরাত কোড়াইয়া ও সেন্টু কোড়াইয়া বাধা দিতে এলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে। এ সময় মোট পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয় কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করলে রহমান ও নজরুলকে পুলিশ গ্রেপ্তার করে। নাটোরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই ওই গ্রামে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনায় জড়িতদের পক্ষে ̄ স্থানীয় বিএনপি নেতারা থানায় তদবির করছে বলে একটি সূত্র জানিয়েছে। তারা বিষয়টি আপস মীমাংসার জন্য অশোক কোড়াইয়ার ওপর চাপ দিচ্ছে।

প্রথম আলো, ৯ মার্চ ২০০২

মন্তব্য করুন