কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত মাদক ব্যবসাকে কেন্দ্র করে ‘গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলিতে আবদুর রহমান (২৪) নামের একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া শিয়াল্লাগোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান হোয়াইক্যং পূর্ব মহেষখালিয়াপাড়ার শাহ আলমের ছেলে।

পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা বড়ি, একটি দেশীয় অস্ত্র (এলজি), তিনটি কার্তুজ ও ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

প্রথম আলো

মন্তব্য করুন