সীমান্ত উপজেলা টেকনাফে ১৫ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
দিবাগত রাত ১টার দিকে হ্নীলা নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক এলাকার পশ্চিম পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত হাবিব উল্লাহ (৪০) মোচনী রেজিস্টার্ড ক্যাম্প সি-ব্লকের মৃত আলী আহাম্মদের ছেলে। তার এমআরসি নং- ২৭১৪, শেড নং-৮৯৩ এবং রুম নং-৬।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের ভাষ্য, অপরাধ সংঘটিত করার জন্য ডাকাত দলের বেশ কয়েকজন সদস্য অবস্থান করছেন খবর পেয়ে অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্যরা পিছু হটে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় জানিয়ে ওসি আরও বলেন, তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রোহিঙ্গা হাবিব উল্লাহ একজন চিহ্নিত সন্ত্রাসী দাবি করে ওসি প্রদীপ জানান, সে যুবলীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি।
প্রসঙ্গত, যুবলীগ নেতা ফারুক হত্যা মামলার প্রধান আসামিসহ গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সর্বমোট সাতজন রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ নিহত হলো।