ঢাকার হাজারীবাগে অবৈধ কাজে বাধা দেওয়ায় আনসার বাহিনীর সদস্যদের মারধর করে মন্দিরে ঢুকে ভাংচুর করে সেলিম ও তার দল।

১১ এপ্রিল শনিবার, রাত ৮ টার দিকে ঢাকার হাজারীবাগ এলাকায় গণকটুলি রাম মন্দিরের সামনে সেলিম একদল যুবক নিয়ে গাঁজার আসর বসাচ্ছিল। করোনা ভাইরাসের কারণে ডিউটিরত আনসার বাহিনীর সদস্য তাদের এত লোক একসাথে জমায়েত হতে নিষেধ করায় সেলিম চড়াও হয়ে মন্দিরের ভিতরে ঢুকে ভাংচুর চালায় তারা।

আনসার সদস্য জাহিদুল বলেন, আমরা ৩ জন ছিলাম এখানে। তারা আমাদের ৩ জনকেই মারধর শুরু করে। বলে সামান্য আনসার বাহিনীর সদস্য হয়ে আমাদের বাঁধা দিস এত বড় সাহস তোদের। আমাদের মারধর করার পর তারা ভিতরে ঢুকে মন্দির ভাঙতে শুরু করে।

অন্য সদস্য বলে, সেলিমের বাবা জামিল হসেন একজন মাদক ব্যবসায়ী। সেলিম প্রায় ১০০ জনের উপরে লোক নিয়ে মন্দিরের মূল গেটের সামনেই গাঁজার আসর বসাচ্ছিল। তাদের বাধা দিয়ে ঘরে ফিরে যেতে বলায় আমাদের মেরে ভিতরে ঢুকে সামনে যা পায় সব ভেঙ্গে ফেলে। আমরা মাত্র ৩ জন হওয়ায় কিছু করে উঠতে পারিনি।

সূত্র

মন্তব্য করুন