রাজধানীর পুরনো ঢাকায় একটি মন্দিরে গরুর হাড় ঝুলিয়ে রাখার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এহেন কাজ পুরনো ঢাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তাদের ধারণা পূজা উৎসবে বিঘ্নিত সৃষ্টি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এ কাজ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সূত্রাপুরের নরেন্দ্র বসাক লেনে ভগবত মন্দিরের বাউন্ডারির ভেতরে বসে কয়েকজন যুবক নানরুটি ও গরুর মাংস খায়। খাওয়া-দাওয়া শেষে যুবকরা গরুর একটি বড় হাড় দড়ি দিয়ে মন্দিরের চালার সঙ্গে বেঁধে রেখে যায়। এদিকে এলাকাবাসী জানিয়েছে, শতবর্ষের ঐতিহ্যবাহী ভগবত মন্দিরে এর আগে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। অবিলম্বে তারা দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন। এ ঘটনায় সূত্রাপুর থানায় জিডি করা হয়েছে।

যুগান্তর, ২০ অক্টোবর ২০০১

মন্তব্য করুন