তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৃষ্টি-প্রতিবন্ধী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে এক ‘ছাত্রলীগ’ কর্মীর বিরুদ্ধে।

ছবিঃ ডেইলি স্টার

হামলার শিকার শুক্কুর আলম চবির দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে শুক্করকে নির্দয়ভাবে পিটিয়েছে একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মোর্শেদুল আলম রিফাত।

শুক্কুর  বলেন, সোহরাওয়ার্দী হলের সামনে একটি দোকানে ৮টা ২০ মিনিটের দিকে রিফাতের সঙ্গে ধাক্কা লাগায় সে ঝগড়ায় লিপ্ত হয়।

“এ পর্যায়ে রিফাত আমাকে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। তাকে জানাই যে আমি দৃষ্টি-প্রতিবন্ধী। মাস দুয়েক আগে আমার বাম চোখে বড় অপারেশন হয়েছে। এসব শোনার পর রিফাত আমার চোখে ঘুষি মারে,” যোগ করেন শুক্কুর।

তিনি আরও জানান, “আমি রিফাতকে সরি বলেছি। বলেছি, যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। গায়ে ধাক্কা লেগেছে কারণ আমি চোখে দেখি না।”

শুক্করকে বেধড়ক পেটানোর কথা স্বীকার করেছেন চবি মেডিকেল সেন্টারের একজন চিকিৎসক শুভাশিস চৌধুরী।

তিনি বলেন, “আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই। বলি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার চোখ পরীক্ষা করতে।”

ডেইলি স্টার

 

মন্তব্য করুন