সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই নদী জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষে এক হিন্দু ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
নিহতের নাম শ্যামাচরণ বর্মণ(৪৫)। তিনি উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। ৭ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সুনই নদী জলমহালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জলমহালকে কেন্দ্র করে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মৎস্যজীবীদের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ ধারাবাহিতায় রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে শ্যামাচরণ নামের একজন নিহত হন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লক্সের মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার জাহিদ সরকার বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাইকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম জানান, সংঘর্ষে তিনি একজন নিহত হওযার খবর শুনেেছেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আট জনকে আটক করেছে।