বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কারণে অনেক স্থানে আসন্ন দুর্গাপূজা না হওয়ায় দুর্গামূর্তি অবিক্রীত হয়ে পড়ে রয়েছে নবীনগর উপজেলার ভোলাচং ও নারায়ণপুর গ্রামে। ফলে প্রতিমা শিল্পী কারিগররা পড়েছে চরম বিপাকে। দুর্গোৎসব উপলক্ষে এসব মূর্তি বানানো হয়। প্রতি বছরই তারা বিপুল সংখ্যক মূর্তি তৈরি করে। উত্তরাঞ্চল থেকে শুরু করে বৃহত্তর ময়মনসিংহ, নরসিংদী, রামচন্দ্রপুর ও কসবা এলাকায় তা সরবরাহ করা হয়। এবার ক্ষমতার পালাবদলের পর সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন ধর্ষণসহ নানা কারণে তৈরি মূর্তি বিক্রিতে ভাটা পড়েছে। ফলে শতাধিক মূর্তি অবিক্রিত রয়েছে। বিপাকে পড়েছে কারিগররা।

দৈনিক জনকণ্ঠ, ২০ অক্টোবর ২০০১

মন্তব্য করুন