ফেনীর দাগনভূঞা উপজেলায় মঙ্গলবার মধ্যরাতে (০২ জানুয়ারি) র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার তরুর ছেলে মোহাম্মাদ আসাদ (৪২) এবং মানিক আকন্দের ছেলে এনামুল আকন্দ (২৪)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়ার্ডন লিডার শাফায়েত জামিল ফাহিমের ভাষ্য, ‘গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল রাত আড়াইটার দিকে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেয়। কিন্তু সন্ত্রাসীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

‘পরে আত্মরক্ষায় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী এনামুল ও আসাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়’, যোগ করেন তিনি।

এছাড়াও পরবর্তীতে ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি এবং ২৫০ কেজি গাঁজা পাওয়া যাওয়ার কথা জানান ওই র‌্যাব কর্মকর্তা।

ইউএনবি । আর টিভি অনলাইন । প্রথম আলো

মন্তব্য করুন