সন্ত্রাসী জনপদ বলে খ্যাত ফেনীতে সংখ্যালঘু পরিবারের ওপর নানা ধরনের নির্যাতন চলছে বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ এ অভিযোগ করে।

৪৭ ৪৮ ২৪ তুষার কান্তি বসাক লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ফেনীর দক্ষিণাঞ্চল সোনাগাজী ও দাগনভূঞায় অনেক সংখ্যালঘু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। তিনি বলেন, বিগত সময় যারা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজ্জাক, হুমায়ুন কবির ও ভেণ্ডু হাজারীসহ  অসংখ্য লোককে খুন করেছে তারাই সংখ্যালঘুদের ওপর এখন হামলা চালাচ্ছে। এছাড়া তাদের গ্রামের ডা. হরিপ্রসাদ বসাক সপরিবারে দেশ ত্যাগ করেছেন। আরো অনেক পরিবার দেশ ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে কয়েকজন সন্ত্রাসীর নাম উল্লেখ করে বলা হয়, এরা এখন বিএনপির ছত্রছায়ায় রয়েছে। বিগত ’৮৬ সালের নির্বাচনের পর থেকে সংখ্যালঘুরা ভোটকেন্দ্রে যেতে পারেনি। বিভিন্ন হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়েরের পরও জেলা এবং পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বিনোদ বিহারী, অ্যাডভোকেট রানা দাশ প্রমুখ।

প্রথম আলো, ২৭ আগস্ট ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন