সদর উপজেলার তুলাবাড়িয়া গ্রামে গত রোববার গভীর রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাটের চেষ্টাকালে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাঁচজন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় স্বপন চন্দ্র দাস ও মাখন চন্দ্র দাসকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোশাররফ, রফিক ও আনোয়ার নামে তিন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রামবাসীরা জানায়, কালিদহ ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী দল গত রোববার দিবাগত রাত আনুমানিক ৩টায় প্রথমে চেওরিয়া গ্রামে যায়। সেখানে গ্রাম প্রহরীদের প্রতিরোধের সম্মুখীন হলে তারা দক্ষিণ সহদেবপুর ও তুলাবাড়িয়া ̄’ নরঘরিয়া গ্রামের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাঁচজন গ্রামবাসী আহত হয়। পুলিশ আলোকদিয়া গ্রামের তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ফেনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রথম আলো, ১৬ অক্টোবর ২০০১

মন্তব্য করুন