বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে কলকাতায় বিক্ষোভ প্রদর্শন করেছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ উদ্বার সংসদ। এক হাজারেরও বেশী উদ্বার গতকাল সোমবার বিকেল ৩টায় পার্ক সার্কাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন। এদের মধ্যে বাংলাদেশে নির্বাচনোত্তর সহিংসতার শিকার হয়ে আসা বেশ কয়েকজন উদ্বারও ছিলেন। বিক্ষোভকারীরা মিছিল করে দূতাবাসের সামনে এলে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তারা রাস্তার ওপরে বসে পড়েন। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং তাদের নিরাপত্তা বিধানের দাবি জানান। পরে বিক্ষোভকারী নেতা বিমল মজুমদারের নেতৃত্বে ৫জন প্রতিনিধি উপদূতাবাসে গিয়ে তাদের দাবি সংবলিত একটি ̄স্মারকলিপি পেশ করেন। দূতাবাস জানায়, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি তারা বাংলাদেশ সরকারকে অবহিত করবে।

প্রথম আলো, ১৬ অক্টোবর ২০০১

মন্তব্য করুন