বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বামনা থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক মো. বেল্লাল গাজীকে (২৪) আটক করেছে। সে উপজেলার আমতলী গ্রামের সাহেব আলী গাজীর ছেলে।  ২৭ এপ্রিল সোমবার সকালে ওই শিশুটিকে জোর করে নিজের ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

 

ভুক্তভোগী ওই শিশুটির মা বলেন, সকাল দশটার দিকে আমার মেয়েকে না পেয়ে খুজতে থাকি। এমন সময় পার্শ্ববর্তী বাড়ির বেল্লাল গাজীর ঘর থেকে আমার শিশু সন্তানের কান্নার আওয়াজ শুনতে পাই। আমি গিয়ে আমার মেয়েকে ডাক দিলে বেল্লাল তাকে ছেড়ে দেয়। সে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলে তাকে বেল্লাল ঘরের চৌকিতে উঠিয়ে বিবস্ত্রকরে। এরপর যৌন লালসা মেটানোর চেষ্টা চালায় সে। আমাকে টের পেয়ে মেয়েকে ছেড়ে দেয়। পরে মেয়েকে বামনা হাসপাতালে  ভর্তি করাই ও বিষয়টি থানায় অবহিত করি।

এদিকে বামনা থানা পুলিশ আজ বিকাল তিনটায় ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত বেল্লালকে আটক করে। এ সময় তার কাছে একটি ছুরি ও মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। এ ঘটনায় বামনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নির্যাতনের শিকার ওই শিশুটির পরিবার।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, ধর্ষণের বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া অভিযুক্ত ধর্ষক বেল্লালকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন