বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে একটি মামলা হয়েছে। নামধারী ৫ জনসহ অজ্ঞাত আরও ৪ জনকে অভিযুক্ত করে কাউন্সিলর মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হচ্ছে- পারভেজ সিকদার, কাজী মারুফ হাসান টিপু, মাসুদ রানা, আরিফুল সুমন এবং আরিয়ান ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অভিযুক্তরা কাউন্সিলর এনামুল হক বাহারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর লেখা পোস্ট করে। সেই সাথে তার ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে তাও জুড়ে দেওয়া হয়। এতে বাদীর মান-সম্মানহানি হয়েছে।

কাউন্সিলর বাহার জানান, তার পক্ষে মামলাটি আদালতে উপস্থাপন করেন আইনজীবী আজাদ রহমান।

এর আগে একই অভিযোগে সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশে একটি অভিযোগ করে বাহার। সেই অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বরিশাল টাইমস

মন্তব্য করুন