বাকেরগঞ্জের পল্লীতে অগ্নিদগ্ধ যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অন্য ৪ জনের অবস্থা এখনো আশংকাজনক।

গত বুধবার রাতে দুর্বৃত্তরা উপজেলার বালি গ্রামের নিরঞ্জনের বাড়িতে হামলা চালায়। তারা মারধর ও লুটপাট করার পর নিরঞ্জনের তিন পুত্র এক পুত্রবধূ ও বধূর বোনকে বাড়ি থেকে আঙ্গিনায় বেঁধে রেখে লেপ-তোষক জড়ো করে আগুন ধরিয়ে দেয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরঞ্জনের পুত্র ঝন্টু গত শুক্রবার সকালে মারা যায়। তার অপর দুই ভাই দুলাল ও মন্টু, দুলালের স্ত্রী দ্রৌপদী এবং দ্রৌপদীর বোন মালিনীর অবস্থা এখনো আশঙ্কাজনক।

ভোরের কাগজ, ২৩ জুলাই ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন