রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চাঁদের গাড়ি (জিপ) উল্টে জিয়া মাঝি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ার নেত্রকোণার দুর্গাপুর সদর উপজেলার বাসিন্দা।

আহতরা হলেন- উজ্জল মিয়া (১৬), জহির (১৭), হুমায়ুন (১৭), রিয়ান (২৬) ও মো. আলী (২৩)।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য ৩৫ জন শ্রমিক চট্টগ্রামের হাটহাজারী থেকে দুইটি চাঁদের গাড়িতে করে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালংয়ের উদ্দেশে যাচ্ছিলো। পথে সাজেক ইউনিয়নে অ্যাগোজ্যাছড়ি এলাকায় পৌছালে তাদের একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২০ যাত্রীর মধ্যে জিয়া নিহত হন এবং আহত হন ওই পাঁচজন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে সাজেক থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও অন্য শ্রমিকেরা আহতদের উদ্ধার করে বাঘাইহাট জোনে পাঠায়। সেখান থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত জিয়ার মরদেহটি ময়নাতদন্ত শেষে তার পরিববারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলা নিউজ

মন্তব্য করুন