বান্দরবানে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হয়েছে অস্ত্র ও ইয়াবা।

 

বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ২১ অক্টোবর বুধবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি মক্করটিলা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আদহাম (২৩) নাইক্ষ্যংছড়ির তমব্রু কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল হাসিমের ছেলে।

আলী হায়দার বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে ১০/১২ জনের একটি দল আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি রলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে তারা পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া ঘটনাস্থল তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা, ১টি দেশীয় একনলা বন্দুক ও ২টি গুলি উদ্ধার করা হয় বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন