রাজধানীর ভাটারা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।

 

গ্রেফতার ব্যক্তির নাম কিরণ হোসেন (২৭), গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রাজিরপুরে। তার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কিরণ হোসেনকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিরণ ফেসবুক আইডি ব্যবহার করে আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভিন্ন সময়ে জঙ্গি মতবাদ প্রচার, অস্ত্র চালানা প্রশিক্ষণ, আক্রমণের জন্য শারিরীক শিক্ষা গ্রহণ, বিভিন্ন জিহাদি পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে জিহাদি কার্যক্রমে উৎসাহ দেওয়ার পাশাপাশি জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছিল।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন