ভোলা-২ আসনে লক্ষাধিক সংখ্যালঘু অধিবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। সংখ্যালঘুদের নেতৃত্ব নির্বাচিত স্থানীয় সাংসদ মোশারফ হোসেন শাহজাহান এবং জাপা নেতা নাজিউর রহমান মঞ্জুর সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘুদের ওপর নির্যাতন,হয়রানি ও হুমকি বন্ধ এবং নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। মৌলভীবাজারে লুটপাট, সংখ্যালঘু সদস্যদের হুমকি মৌলভীবাজারের প্রতিনিধি জানান, নির্বাচনের পরবর্তী সময়ে জেলার বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগ সমর্থকরা প্রতিপক্ষের হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন। গত তিন দিনে মৌলভীবাজার-৩ আসনের রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন গ্রামে সংখ্যালঘু ও আওয়ামী লীগ সমর্থকদের বাড়ি ভাংচুর, হুমকি প্রদর্শন, দোকান ভাংচুর, লুটপাট, একাধিক সন্ত্রাসী হামলা ও নিরীহ চা শ্রমিকদের ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরায় হিন্দু তরুণী ধর্ষিত সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার তালা উপজেলার গোনালিন এলাকার এক হিন্দু তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে দুদিন ধরে ধর্ষণের পর গতকাল রক্তাক্ত অবস্থায় সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। এ ছাড়া মাহমুদপুরে সাংবাদিক আব্দুল ওহাবকে সন্ত্রাসীরা মারপিট করেছে।

ভোরের কাগজ, ৬ অক্টোবর ২০০১

মন্তব্য করুন