মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি মন্দির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে; যা নাশকতা বলে অভিযোগ উঠেছে।উপজেলার পড়ুয়ারকুল গ্রামের এ ঘটনার খবর পেয়ে ২৯ মার্চ সোমবার সকালে প্রশাসনের লোকজন ও জেলার হিন্দু নেতারা পরিদর্শন করেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী ঘটনাস্থল থেকে বলেন, “পড়ুয়ারকুল অষ্টগ্রাম রাধাগোবিন্দ মন্দিরের প্রার্থনা গৃহ ও দুটি ঘর আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রথটি পুড়ে গেছে। তবে বিগ্রহ অক্ষত আছে। তদন্ত না করে বলা যাচ্ছে না এটা দুর্ঘটনা নাকি নাশকতা।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী ঘটনাস্থল থেকে বলেন, “পড়ুয়ারকুল অষ্টগ্রাম রাধাগোবিন্দ মন্দিরের প্রার্থনা গৃহ ও দুটি ঘর আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রথটি পুড়ে গেছে। তবে বিগ্রহ অক্ষত আছে। তদন্ত না করে বলা যাচ্ছে না এটা দুর্ঘটনা নাকি নাশকতা।”

তিনি বলেন, “ভোরে মন্দিরের পরিচ্ছন্নতাকর্মী গুরুদাস কাজে এসে মন্দিরে আগুন দেখতে পান। এ সময় মন্দির কমিটির সচিব লক্ষ্মণ গোলদারকে খরব দেন গুরুদাস। সচিব ফায়ার সার্ভিস ও প্রশাসনকে জানান। মহম্মদপুর থেকে দমকল বাহিনী যাওয়ার আগেই আগুন নিভে যায়।”

মহম্মদপুরের ইউএনও রামানন্দ পাল, মহম্মদপুর থানার ওসি তারকনাথ বিশ্বাস, স্থানীয় বাবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী।
জেলার পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, “ঘটনা তদন্ত করা হচ্ছে। কোনো প্রকার নাশকতার প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিডিনিউজটোয়ান্টিফোরডটকম

মন্তব্য করুন