মাদারীপুর শহরে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এদিকে চাটখিলে একজন ফল ব্যবসায়ীকে মারধর করে গর্তে ফেলে রেখে দোকানের সমুদয় ফল ও ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নিয়েছে একদল সন্ত্রাসী। গত শনিবার রাতে এ দুটি ঘটনা ঘটে। মাদারীপুর প্রতিনিধি জানান, শনিবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাদারীপুর শহরে সংখ্যালঘু সম্প্রদায়ের চারটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ অর্থ ও কিছু মালামাল ছিনিয়ে নিয়েছে। এ সময় সন্ত্রাসী চাঁদাবাজরা শহরের পুরান বাজারের ব্যবসায়ী বিজয় ঘোষ, কালিপদ কর্মকার ও চন্দন নন্দীর দোকানে হামলা চালিয়ে ক্যাশবাক্স থেকে বেশ কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। মাদারীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম বেপারি ঘটনার সত্যতা সবীকার করেছেন।

প্রথম আলো, ১১ মার্চ ২০০২

মন্তব্য করুন