রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের  দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

 

এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বিভিন্ন বই ও পুস্তিকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩০ মার্চ আনসার আল-ইসলামের এক  সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৪। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর মিরপুর থানার পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা চালানো হয়। এই অভিযানে আনসার আল-ইসলামের  আরও দুই জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো— সাজ্জাদ হোসেন ওরফে অপু (২২) ও  তারেক মিয়া (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিজেদেরকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলামের  সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের পাঁচটি উগ্রবাদী বইসহ বিভিন্ন প্রমাণাদি জব্দ করা হয় বলেও দাবি করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, গ্রেফতার মো. সাজ্জাদ হোসেন ওরফে অপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ছাত্র এবং একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি সম্পন্ন করেছে। সক্রিয় সদস্য হিসেবে সে আনসার আল ইসলামের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহ করে আসছিল।

এছাড়া  তারেক মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতো। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামী আইডি ব্যবহার করে আনসার আল ইসলামের  সদস্যের সঙ্গে যোগাযোগ করতো এবং এই সংগঠনের সদস্যদের নিয়ে অনলাইনভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্ভুদ্ধকরণের জন্য বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করে আসছিল।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন