গতকাল রোববার ভোররাতে মিরসরাই উপজেলার বানাতলী গ্রামের জেলেপাড়ায় রেবতী মোহন জলদাস (৭০) নামে এক জেলে সর্দারকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাখাল (৩০) ও গোবিন্দ (২৮) নামে দুই জেলেকে গ্রেফতার করেছে। আলাউদ্দিন ও সরওয়ার গ্রুপের যে কোন একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিস ধারণা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রভাবশালী একটি মহলের চাপের মুখে মামলা দায়ের করা যায়নি বলে নিহতের পুত্র সতীশ চন্দ্র জলদাস সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ৫টায় রাখাল ও গোবিন্দ এসে কৌশলে জেলে সর্দারকে ডেকে নিয়ে যায়। সকালে বাড়ির দুশ’ গজ দূরে রাস্তার পাশে জেলে সর্দার রেবতী মোহনের লাশ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দিলে পুলিস তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এক বিবৃতিতে সন্ত্রাসীদের দায়ী করে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে। বিবৃতিদাতারা হলেন⎯উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এমএ সালাম, যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গিয়াসউদ্দিন।

যুগান্তর, ১১ মার্চ ২০০২

মন্তব্য করুন