মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মীর্জাকান্দা বাউল ঠাকুর নাট মন্দিরের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের তন্ময় কুমার সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

 

১৫ জুন সোমবার রাতে মন্দিরের সম্পাদক তন্ময় কুমার সরকার নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় চালতিপাড়া গ্রামের তাছিমুদ্দিনের ছেলে রকি(৩২), মীর্জাকান্দা গ্রামের হায়েত আলীর ছেলে বাবু (৪০), চালতিপাড়া গ্রামের স্বাধীন (৩৫) নামের ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মামলা করে।

১৩ জুন শনিবার রাত পৌনে ১০টায় তন্ময় কুমার সরকার বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা মটর সাইকেলে করে এসে লাঠি চাকু নিয়ে তার ওপর হামলা চালায়। তন্ময় কুমার সরকারকে মারধর করে তারা। এ সময় স্থানীয় অনেক লোক চিৎকার শুনলেও ভয়ে তারা কেউ তন্ময় কুমার সরকারকে রক্ষায় এগিয়ে আসনেন নি।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) এমদাদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনায় জড়তি যারাই হোক না কেন, তাদেরকে  আইনের আওতায় আনা হবে।

সুত্র

 

মন্তব্য করুন