পিস্তল ঠেকিয়ে দু’ পুলিশ অফিসার মোম ব্যবসায়ীর কাছ থেকে ৫শ’ টাকা চাঁদা আদায় করেছে। মোম ব্যবসায়ী যতীন্দ্র সাহা (৫০) ও তার ছেলে রতন সাহা (২২) বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে এ অভিযোগ করেন। যতীন্দ্র সাহা জানান, তারা পরিবারের সবাই মিলে মৌচাক কিনে এনে তা থেকে মোম তৈরি করে বিক্রি করেন। কাজের চাপ বেশি থাকলে তাদের রাতভর কাজ করতে হয়। বুধবার রাতেও তারা তাদের নন্দিপাড়ার সাত্তার মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসে মোম বানাচ্ছিলেন। এ সময় দারোগা জিয়া ও তানভীরের নেতৃত্বে একটি পুলিশদল তাদের বাসায় যায় এবং অবৈধ কাজকর্মের অভিযোগ তুলে বাড়ি তল্লাশির পর তাদের কাছে ২০ হাজার টাকা দাবি করে। নইলে তাদের ধরে নিয়ে যাবার হুমকি দেয়া হয়। যতীন্দ্র টাকা দিতে অস্বীকার করলে তাদের টাকার রেট কমতে কমতে ১ হাজার টাকায় নামে যতীন্দ্র তাও দিতে অস্বীকার করলে দারোগা জিয়া পিস্তল ঠেকিয়ে টাকা দিতে বলে। এ সময় যতীন্দ্রের স্ত্রী পুলিশের হাত-পা ধরে মাটির ব্যাংক ভেঙে ৫শ’ টাকা দিয়ে দেন। পরে আরও ৫শ’ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে দারোগা জিয়া ও তানভীর জানান, আসামি ধরতে তারা নন্দিপাড়া এলাকায় গিয়েছিলেন। আসামি পালিয়ে গেলে খুঁজতে খুঁজতে তারা যতীন্দ্রের বাড়ি তল্লাশি করেন। তবে পিস্তল ঠেকিয়ে টাকা আদায়ের অভিযোগ বানোয়াট।

সংবাদ, ১৪ জুন ২০০২

মন্তব্য করুন