ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রীকে ‘তুলে নিয়ে’ ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

 

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, এক সপ্তাহ আগে অপহরণ করা এই ছাত্রীকে (১৪) রোববার সকালে উপজেলার আঠারো বাড়ি ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর মা থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি আব্দুল কাদের মিয়া বলেন, রোববার (১০ জানুয়ারি) আঠারো বাড়ি ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে ঈসমাইল মিয়া (২১) বিয়ের প্রলোভন দিয়ে প্রতিবেশী নবম শ্রেণির এই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ঈসমাইল বাড়ি থেকে পালিয়ে যান।

“খবর পেয়ে আঠারো বাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ওই ছেলের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মেয়েটির মা মামলা করেন।”

আসামিদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন