কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও দুই রোহিঙ্গা যুবক কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের কথা জানিয়েছে পুলিশ।
তারা হলেন- জামির আহমেদের ছেলে আবুল করিম (২৪) ও সাইদ হোসেনের ছেলে নেসার আহমেদ ওরফে নেসার ‘ডাকাত’ (২৯)। তারা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীরা জাদিমুরা পাহাড়ের পাদদেশে অবস্থান করার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
ওসির দাবি, উভয় পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে করিম ও নেসারের মৃত্যু হয়।