রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে রাতের আঁধারে প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে।

২৪ ফেব্রুয়ারি  রাতে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বানিয়া পাড়া গ্রামের দুর্গা মন্দিরের ভূপতি রায়ের বাড়িতে ১ টি, ধৈর্য্য রায় বাড়িতে ২ টি সহ মোট ৩ টি প্রতিমা ভাঙচুর করে রাতের অগোচরে দূর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছবিতা রানি বলেন, আমি সন্ধ্যা বাতি জ্বালিয়েছি কিন্তু সকালে উঠে দেখি মহাদেবের প্রতিমাটি মুখ থুবড়ে পড়ে আছে। হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সম্পাদক হারুন অর রশিদ বাবুল বলেন, এঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। তবে অপরাধিদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।জাতীয় পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু কুমারেশ রায় বলেন, মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।রংপুর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। এনিয়ে তদন্ত করা হচ্ছে।

রংপুরের কণ্ঠ

মন্তব্য করুন