রাউজানে সংখ্যালঘুদের অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। সংখ্যালঘু পরিবার গুলোর পাশে প্রশাসনের কেউ যাননি। পাঁচটি সংখ্যালঘু পরিবারের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায়, নির্বাচনোত্তর সহিংসতায় বিএনপি সন্ত্রাসীরা রাউজানের কোয়েপাড়া গ্রামের অধ্যাপক চয়ন দাশ, শিক্ষিকা সন্ধ্যা দাশ, শিক্ষক সুবোধ রঞ্জন দাশ, সুবাস চন্দ্র দাশ, বাবুল চন্দ্র দাশ, অনিতা দাশের বাড়িতে হামলা করে। সন্ত্রাসীরা বাড়িঘরের জিনিস পত্র লুটপাট করে ফিরে যাবার সময় অগ্নিসংযোগ করে। পরিবার গুলো এখন খোলা আকাশের নিচে দিনযাপন করছে। সন্ত্রাসী হামলার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
দৈনিক জনকন্ঠ, ১১ অক্টোবর ২০০১