রাঙ্গামাটি শহরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর সেই ভিডিওচিত্র ধারণ করে দিনের পর দিন ব্ল্যাকমেইলিং করে আসা বখাটে জয় চৌধুরীর জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন আদালত।  ১৫ মার্চ রোববার ধর্ষণ ও প্রতারণা মামলার এই আসামি রাঙ্গামাটি জেলা জজ আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

ধর্ষণ মামলায় জেলহাজতে পাঠানো আসামি জয় চৌধুরী রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক কিশোর চৌধুরীর পুত্র।

রাঙ্গামাটি কোতোয়ালি থানায় দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই প্রবাসীর স্ত্রীর নিজ বাসায় গোসল শেষে কাপড় বদলানোর সময় প্রতিবেশী কিশোর চৌধুরীর বখাটে পুত্র জয় চৌধুরী গোপনে মোবাইলফোনে সেই দৃশ্য ধারণ করে এবং তাকে ধর্ষণ করে। এরপরও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নিয়মিত ব্ল্যাকমেইল করে আসছিলেন। এক পর্যায়ে অন্তঃসত্তা হয়ে পড়লে ওই নারী বাধ্য হয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরিবার ওই বখাটের বাবা আওয়ামী লীগ নেতা কিশোর চৌধুরীকে জানায়। কিন্তু তিনি শুরু থেকেই নিজপুত্রের পক্ষে অবস্থান নেন।

পরে নিরুপায় হয়ে কোতোয়ালি থানায় মামলা করে নির্যাতিতা নারী। কিন্তু রাজনৈতিক চাপের কারণ আসামিদের গ্রেফতার করছিল না পুলিশ- এমন অভিযোগ করেছিলেন ধর্ষণের শিকার নারী ও তার স্বজনরা।

অবশেষে ১৫ মার্চ রোববার আদালতে জামিন নিতে আসলে জামিন না মঞ্জুর হওয়ায় জেলহাজতে পাঠানো হয় অভিযুক্তকে।

বণিক বার্তা

মন্তব্য করুন