রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য তাজুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া উইং এর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ মে) আনুমানিক সাড়ে সাতটার দিকে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন মহাখালী ডিওএইচএস এলাকায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তাজুল ইসলাম কুমিল্লার মনোহরগঞ্জ থানা লাউলহরী গ্রামের মৃত মো. মুসলিম মিয়ার ছেলে। তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
গত ২৭ জানুয়ারি অ্যান্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে কচুয়া থানাধীন মাসনিগাছা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে গ্রেফতার করে। ওই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাজুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিট গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সদস্য খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে সমর্থন, অপরাধ সংগঠনের প্রচেষ্টা, অফলাইন এবং অনলাইনভিত্তিক উগ্রবাদী প্রচার প্রচারণা করে আসছিল। গত ২৭ জানুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে কচুয়া থানায় দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।