রাজধানীর খিলগাঁও এলাকায় চার শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সজল মোল্লা (৫৫) নামের ওই রিকশাচালককে গ্রেফতার করা হয়। এর আগে সজলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা।

 

ভুক্তভোগী শিশুদের বয়স ছয় থেকে নয় বছরের মধ্যে। তাদের ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসিসি’র সমন্বয়ক ডা. বিলকিস বেগম  বলেন, “বৃহস্পতিবার ওই শিশুদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে যৌন নিপীড়নের আলামত পাওয়া গেছে। পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশ পেলে বিস্তারিত বলা যাবে।”

ভুক্তভোগী শিশুদের পরিবারের লোকজন জানান, অভিযুক্ত রিকশাচালক সজল তাদের প্রতিবেশী। পরিবারের লোক গ্রামের বাড়ি যাওয়ায় তার বাসা বেশ কিছুদিন ধরেই ফাঁকা। এই সুযোগে লজেন্স দেয়ার কথা বলে ওই চার শিশুকে ফুসলিয়ে নিজের বাসায় ডেকে এনে যৌন নিপীড়ন চালায় সে। পরে আরও কয়েকবার সে একই কাজ করে।

বুধবার ভুক্তভোগী শিশুদের পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে মামলা দায়ের করে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন