রাজধানীর দারুস সালাম ও সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। শুক্রবার (২০ মার্চ) বিকালে র্যাব সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো– রাজধানীর দারুসসালাম থেকে মো. মোতাহার হোসেন ওরফে জামিল হাসান (৩৪), মো. মুরশিদুল আলম ওরফে শিহাদ ওরফে মুরশিদ (৩৩) এবং সিলেট থেকে সাইফুর রহমান (২২)।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, র্যাব-৪-এর একটি দল গত ১৮ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে ১৯ মার্চ রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই তিন জঙ্গিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের অর্থ শাখার সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।