রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বনগ্রাম সর্বজনীন কালী মন্দিরের তিনটি প্রতিমা ভেঙে ফেলার অভিযোগে রাসু মণ্ডল নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার পূর্ব মালিয়াট গ্রামের কেসমত আলীর ছেলে।

বনগ্রাম সর্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নাথ মণ্ডল জানান, মন্দিরটিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতি শনি ও মঙ্গলবার পূজা অর্চনা ও প্রার্থনা করে থাকেন। মন্দিরটিতে কালী প্রতিমার দুই পাশে ডাকিনী ও যোগিনীর প্রতিমা রয়েছে। মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের সবাই প্রার্থনা শেষ করে চলে যান। দুপুর ১টার দিকে রাসু মণ্ডল মন্দিরের ভেতরে ঢুকে প্রতিমা তিনটি ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, প্রতিমা ভাঙচুরের অভিযোগে স্থানীয় লোকজন রাসু মণ্ডলকে আটকে রাখে। পরে পুলিশ রাসুকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সমকাল

মন্তব্য করুন