রাজশাহী মহানগর কর্ণহার থানাধীন কইকুড়ি গ্রামে আদিবাসী সাঁওতাল পল্লীতে ছতর মূর্মু (৭৯) নামে এক বৃদ্ধের লাশ গ্রামের পাশের জঙ্গলে গ্রামবাসী মৃতদেহ দেখতে পায়। ছতর মূর্মুর পিতার নাম সূর্য্য মূর্মু। তার ছেলে দূরবীন মূর্মু লাশটি দেখে তার পিতা বলে শনাক্ত করে। পরিবারে তার স্ত্রী ও এক মেয়ে আগেই মারা গেছে। বর্তমানে ১ ছেলে ও মেয়ে এবং তিনি ছেলের সঙ্গে থাকতেন। ছেলে জানান গত সোমবার ১৯ তারিখে তার বাবা কাজ করতে যায় এবং কাজ শেষে আর বাড়ি না ফেরায় তারা স্থানীয় থানায় জিডি করতে যায় এবং জিডি না করেই থানা থেকে ফিরে আসেন। এলাকার লোকজন পরের দিন ২০ তারিখ এলাকায় মাইকিং করেন তাতেও কোনো কাজ হয়নি। এরপর ২২তারিখ সন্ধ্যায় পূর্ব মুহূর্তে মৃতদেহটি গ্রামবাসী দেখতে পায় পার্শ্ববর্তী এক জঙ্গলে। স্থানীয় লোকজন থানায় ফোন করে ঘটনাটি জানাই।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কর্ণহার থানার ওসি জানান লাশ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আইপি নিউজ

মন্তব্য করুন