দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী তাণ্ডব, সহিংসতা চাঁদাবাজি, মারধর ও প্রতিমা ভাংচুরের আরও ঘটনা ঘটেছে। মাগুরায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় ৫ সংখ্যালঘুসহ ১০ জন আহত হয়েছে। নাটোরে সন্ত্রাসীরা কুপিয়ে দুই ব্যবসায়ীকে গুরুতর জখম করেছে। কুষ্টিয়ায় ভাংচুর করা হয়েছে লক্ষ্মী প্রতিমা। রাজশাহীর নতুন বিলসিমলার একটি বাড়িতে বিএনপি ও যুবদলের ক্যাডাররা তাণ্ডব চালিয়েছে। ঈশ্বরদীর সাহেবনগর চরে সন্ত্রাসীরা ৩টি বাড়িতে লুটপাট ও ২৭ বিঘা জমির ফসলে আগুন দিয়েছে । মাগুরা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সোমবার সকালে মহম্মদপুর উপজেলার খাদুনা গ্রামে একদল সন্ত্রাসীর হামলায় ৮ জন আহত হয়েছে। এর মধ্যে প্রভাস বিশ্বাস (৩৫), সুনীল বিশ্বাস (৪৫), রতন বিশ্বাস (২০), ছবি রানীকে (৪৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার একই উপজেলার নওভাঙ্গা গ্রামের বিশ্বজিৎ (৩৫), লিটন (২০), বিশ্বনাথকে (২২) একদল সন্ত্রাসী হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। নির্বাচনের কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। নাটোর থেকে সংবাদদাতা ঃ পুলিশ ও আহতদের পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, নলডাঙ্গা থানার (পুলিশী থানা) মাধবনগর গ্রামের ব্যবসায়ী জিতেন্দ্রনাথ ৪লাখ টাকা দিতে অস্বীকার করায় সোমবার সকালে বিএনপি কর্মী বাহার, হযরত আলী দেওয়ান, ছাত্তার ও মজনুর নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী তাঁর বাড়িতে চড়াও হয়। তারা তাঁকে টেনে হিঁচড়ে বাইরে এনে হাতুড়ি, রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় জিতেন্দ্র জ্ঞান হারালে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে বীরদর্পে এলাকা ত্যাগ করে। কুষ্টিয়া থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কুষ্টিয়া শহরতলির একটি মন্দিরে লক্ষ্মী প্রতিমা ভাংচুর করা হয়েছে। রবিবার রাতে বারখাদা ইউনিয়নের জুগিয়া গ্রামের দাসপাড়া মন্দিরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। রাজশাহী থেকে সংবাদদাতা জানান, রাজশাহী মহানগরীর নতুন বিলসিমলার একটি বাড়িতে বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। সোমবার ভোরে সরকারদলীয় ওই ক্যাডাররা বাড়িটিতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় এবং মহিলাসহ পরিবারের সদস্যদের বেদম মারপিট করে গুরুতর আহত করে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে রাজপাড়া থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলালের নেতৃত্বে সাজ্জাদ, মুকুল, টুটুল ও রাজু পূর্ব পরিকল্পিতভাবে হাসুয়া, লোহার রড, চার প্রভৃতি দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ভোর সোয়া ৭টার দিকে বাড়িটিতে হামলা, ভাংচুর ও লুটপাটের তাণ্ডব চালায়।

দৈনিক জনকণ্ঠ, ৩০ অক্টোবর ২০০১

মন্তব্য করুন