শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার খ্রিস্টান পল্লীবাসী সশস্ত্র সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। স্থানীয় এসব সন্ত্রাসীরা মাঝে মধ্যেই আদিবাসী খ্রিস্টান পল্লীতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসলেও ভয়ে কেউ মুখ পর্যন্ত খুলতে সাহস পাচ্ছে না। এদের বিরুদ্ধে সন্ত্রাসসহ বহু অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। থানা পুলিশও ভয় পায় এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এলাকাবাসী সূত্রে প্রকাশ, গত ২৫ ডিসেম্বর বড়দিনে আদিবাসী উপজাতি খ্রিস্টান পল্লীতে বিভিন্ন কর্মসূচী চলাকালে স্থানীয় উপজেলা ছাত্রদল সভাপতির ছোট ভাই এবং কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে ২০/২৫ জনের সশস্ত্র একটি সন্ত্রাসীগ্রুপ মাইক্রোবাস এবং কয়েকটি মটরসাইকেল যোগে ফিল্মী কায়দায় তাণ্ডবলীলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয় এবং এক কিশোরী উপজাতি মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় গ্রাম পুলিশ ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। সন্ত্রাসীরা এ ঘটনার বিষয়ে কোনও প্রকার অভিযোগ করা হলে আদিবাসী উপজাতি মেয়েদের অপহরণ ও অভিভাবকদের গ্রাম থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। বর্তমানে আদিবাসী উপজাতি পল্লীর লোকজন সন্ত্রাসীদের ভয়ভীতি ও হুমকিতে জিম্মি হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে আবার তাদের মেয়েকে এসব সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার জন্যে পড়ালেখা বন্ধ করে দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে বলে জানান। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

আজকের কাগজ, ৪ জানুয়ারি ২০০২

মন্তব্য করুন