শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার প্রাচীন মাধবপুর ক্লাবের পূজামন্দিরে ঢুকে সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার দিবাগত রাতে ওই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্দির কমিটি অভিযোগ করেছে।

মাধবপুর ক্লাবের সভাপতি দিলীপ কুমার পাল জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ৭৭ বছরের প্রাচীন এ মন্দিরে হিন্দুধর্মাবলম্বীরা পূজা-অর্চনা করে আসছে। দীর্ঘদিনের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যেই রাতের আঁধারে মন্দিরে ঢুকে সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি।

পুলিশ সুপার মো. আনিসুর রহমান ১৬ মার্চ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

প্রথম আলো

মন্তব্য করুন