বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত সমাবেশে ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। মন্ত্রিসভায় ’৭১-এর ঘাতক-রাজাকারদের অন্তর্ভুক্ত করা, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা, সন্ত্রাস ও দখলদারীত্বের প্রতিবাদে বাংলাদেশেকমিউনিস্ট পার্টি গতকাল রোববার রাজধানীতে সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে। বিকেলে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন পার্টি নেতা মোর্শেদ আলী, আশরাফ হোসেন আশু, আবদুল মালেক, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। সমাবেশ শেষে কালো পতাকা হাতে শত শত নেতা-কর্মীর মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম গেটে পৌঁছলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কালো পতাকার মিছিল কমিউনিস্ট পার্টির মিছিলের সঙ্গে যোগ দেয়।

সংবাদ, ১৫ অক্টোবর ২০০১

মন্তব্য করুন