বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সভায় দেশের বিভিন্ন স্থানে দখল, সন্ত্রাস, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বর্তমানে ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকারকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে দুর্গত এলাকায় সেনাবাহিনী প্রেরণের দাবি জানানো হয়েছে। পার্টির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২দিন ব্যাপী সভায় বিএনপি আওয়ামী লীগসহ দেশের সকল দল ও শক্তিকে সর্বদলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়রানির ঘটনা রুখে দাঁড়াবার আহ্বান জানানো হয়। সভায় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে নিরঙ্কুশ দলীয়করণের কোন প্রচেষ্টা আত্মঘাতী হবে বলে মন্তব্য করে বলা হয় যে, মুক্তিযুদ্ধের সময় খুন, হত্যা, ধর্ষণ,অগ্নিসংযোগ ও বুদ্ধিজীবী হত্যার সাথে যুক্ত ও যুদ্ধাপরাধীকে সরকারে এবং প্রশাসনে নেয়ার কোন প্রচেষ্টা দেশের জনগণ বরদাশ্ত করবে না। সভায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় যুদ্ধাপরাধীদের সরকারে নেয়ার যে কোন প্রচেষ্টা পার্টি দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে নিয়ে প্রতিহত করবে। সভায় রিপোর্ট উপস্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এবং বক্তব ̈ রাখেন সহিদুল্লাহ চৌধুরী , মোর্শেদ আলী, হেনা দাস, শাহ আলম, সৈয়দ আবু জাফর আহমেদ, এম এম আকাশ, শামছুজ্জামান সেলিম,আশরাফ হোসেন আশু প্রমূখ।

দৈনিক মুক্তকণ্ঠ, ৮ অক্টোবর, ২০০১

মন্তব্য করুন