দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গত মঙ্গলবার ও গতকাল বুধবার বিভিন্ন স্থানে নানা সংগঠন মৌন মিছিল, প্রতিবাদ সভা ও অনশন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচিতে হামলা বন্ধের পদক্ষেপ নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর ঃ রাজশাহী ঃ সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় একজন ছাত্র অসুস্থ হয়ে পড়েন। সাংস্কৃতিক কর্মী ছাড়াও শিক্ষক, বুদ্ধিজীবীসহ সাধারণ ছাত্রছাত্রীরা অনশনে গিয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে একই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বটতলা সংগঠনের উদ্যেগে ক্যাম্পাসে মৌন মিছিল বের হয়। ফোকলোর বিভাগের প্রভাষক সুস্মিতা চক্রবর্তীর নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ফোকলোর চত্বরে গিয়ে শেষ হয়। দিনাজপুর ঃ উদীচী দিনাজপুর জেলা সংসদের শিল্পীকর্মীরা বিকেল সাড়ে ৪টায় একটি মৌন মিছিল শহরের বাসুনিয়াপট্টি কার্যালয় থেকে বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ করেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ছাত্র সংগঠন ছাত্রযুব ঐক্য পরিষদ, দিনাজপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সচেতন ছাত্রসমাজ ও সন্ধ্যায় ১১ দল শহরে বিক্ষোভ মিছিল করে। নোয়াখালী ঃ গতকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক ছাত্রছাত্রী জেলা শহরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে। পরে তারা জেলা প্রশাসনের কার্যালয়সহ নোয়াখালী প্রেসক্লাবের সম্মুখে মানব-বন্ধন রচনা করে। এরপর তারা নোয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে। ফরিদপুর ঃ ফরিদপুর সচেতন ছাত্রসমাজ গত মঙ্গলবার সকালে ফরিদপুর শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে । সকালে শহরের কবিরবাগ সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা কলেজিয়েট স্কুলের সামনে থেকে শুরু হয়ে প্রতিবাদ র‍্যালিটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর পৌর সভার চেয়ারম্যান হাসিবুল হাসান লাবলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, নাট্য সংগঠক মোহাম্মদ আলী রুমী, ছাত্রদের মধ্যে দেবাশীষ সরকার বাবু, সনাতন মালো, কৃষ্ণ সাহা, অজয় দাস প্রমুখ। কুমিল্লা ঃ কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যেগে গতকাল বিকালে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টাউন হল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ বাসুদেব চ্যাটার্জী, সাধারণ সম্পাদক চন্দন কুমার দাশ, অ্যাডভোকেট অধীর রঞ্জন ঘোষ এবং অ্যাডভোকেট তপন বিহারী নাগ।

প্রথম আলো, ১৮ অক্টোবর ২০০১

মন্তব্য করুন